নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: 29/10/2021
মন্তব্য করুন
তুষার দাস, ইনসাইডার ডেস্ক
প্রকাশ: 13/11/2021
চার জাতি টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ অন্তত পয়েন্ট পেতে হবে বাংলাদেশকে। এমন সেই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শনিবার মালদ্বীপকে ২-১ গোলে হারায় তপুরা। জামাল ভূইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ উমাইর। ৮৭তম মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন তারকা ডিফেন্ডার তপু বর্মণ।
২০০৩ সালের পর বাংলাদেশ আর মালদ্বীপকে হারাতে পারেনি। ১৮ বছর পর জামাল-তপুদের হাত ধরে এল এই জয়। গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপের বিপক্ষে মালেতে বাংলাদেশ ০-২ গোলে হেরেছিল। এই জয়ে সাফের সেই হারানো ক্ষতেও কিছুটা প্রলেপ লাগল।
আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়ে ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে। আজ (শনিবার) অবশ্য ভাগ্য বিধাতা বাংলাদেশের দিকে তাকিয়েছে। ৮৭ মিনিটে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে তপু বর্মণ গোল করেন। এই গোলে বাংলাদেশ ২-১ গোলে মালদ্বীপকে হারিয়েছে।
মন্তব্য করুন
তুষার দাস, ইনসাইডার ডেস্ক
প্রকাশ: 13/11/2021
এক সময় ক্যাম্প ন্যুতে ৮ মৌসুম খেলেছেন আলভেস। বার্সেলোনার সেই ক্যারিয়ারে ক্লাবকে এনে দিয়েছেন বহু শিরোপা, রয়েছে অনেক সুখস্মৃতি। বর্তমানে ফ্রি এজেন্ট হয়ে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। জাভি ফিরে এসেছেন বার্সেলোনায় কোচ হিসেবে। আর তার কিছুদিনের মধ্যে বার্সায় ফিরলেন তাঁরই একসময়ের সতীর্থ দানি আলভেস। ৫ বছর পর ফের নিজের পুরনো ক্লাবে ফিরলেন ৩৮ বছরের এই রাইট ব্যাক।
এর আগে ২০০৮-২০১৬ পর্যন্ত বার্সার হয়ে খেলেছিলেন এই ব্রাজিলীয় ফুটবল তারকা। স্প্যানিশ সাংবাদিক অ্যালবার্ট রুউগ, ইউরোপীয় ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোরা জানিয়েছেন, আলভেস ফিরছেন বার্সায়। পাশাপাশি স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত জানাচ্ছে, বার্সেলোনা এখন আলভেসের চুক্তির চূড়ান্ত খুঁটিনাটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। এরপরই আসবে চূড়ান্ত ঘোষণা।
২০১৬ সালে বার্সার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেই- পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন দানি আলভেজ। পাঁচ বছর ফ্রান্সে কাটানোর পর ঘরের ছেলে আবার ফিরছেন ঘরে। শিগগির আলভেজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। কোচ হিসেবে জাভি হার্নান্দেজ দায়িত্ব নেয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল ব্রাজিলিয়ান এই রাইট ব্যাকের বার্সায় ফেরার। শনিবার বার্সেলোনা নিজেদের টুইটারে তাদের দুইজনের ছবি পোস্ট করে দানির বার্সায় আসার বিষয়টি নিশ্চিত করে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, আলভেজের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছে কাতালানরা। কিছুদিনের ভেতরই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।বার্সার একটি সূত্রের বরাতে বলা হয়, চলতি মৌসুমেই দানি আলভেজকে বার্সার একাদশে দেখা যাবে। আগামী সপ্তাহে ক্লাবের অনুশীলনে যোগ দিলেও জানুয়ারির আগে দলের হয়ে খেলতে পারবেন না তিনি।
২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সার হয়ে মোট ৩৯১টি ম্যাচ খেলেছেন দানি। এই ৩৯১ ম্যাচে করেন ২৩টি গোল। একইসঙ্গে হয়ে ওঠেন কাতালানদের ডিফেন্স লাইনের অন্যতম সেরা তারকা।
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021