তুষার দাস, ইনসাইডার ডেস্ক
প্রকাশ: 15/11/2021
স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন
জাপানের সাবেক প্রিন্সেস মাকো কোমুরো। পারিবারিক রীতি ভেঙে সম্প্রতি তিনি কেই
কোমুরোকে বিয়ে করেন।
কেই কোমুরো কোনো রাজ
পরিবারের সদস্য নন। জাপানের রীতি অনুযায়ী, রাজপরিবারের কেউ রাজপরিবারের বাইরে
সাধারণ কাউকে বিয়ে করতে পারবেন না। যদি কেউ তা করেন, তাহলে রাজকীয় সুবিধা, পদবি
ব্যবহার করতে পারবেন না। ফলে বিয়ের সঙ্গে সঙ্গে প্রিন্সেস মাকো কোমুরোর নামের আগে
যুক্ত হয়ে যায় সাবেক প্রিন্সেস।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, মাকো
কোমুরো এবং তার স্বামী কেই কোমুরো দু'জনের বয়সই ৩০ বছর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে
প্রেম চলছিল।
এএফপির প্রতিবেদনে বলা
হয়, রবিবার টোকিওর বিমানবন্দরে ১০০ জনের মতো সংবাদকর্মী উপস্থিত থাকলেও তাদের কোনো
প্রশ্নের জবাব না দিয়েই মাকো-কোমুরো চলে যান। বিমানবন্দরের কর্মকর্তা ও
বিপুলসংখ্যক পুলিশ এ জুটিকে ঘিরে রেখেছিল। নিউইয়র্কে আইনজীবী হিসেবে কাজ করছেন কেই
কোমুরো।
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021
মন্তব্য করুন
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: 29/10/2021